ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি। তিনি গঙ্গাপাড়া গ্রামের শাহেনশা চৌধুরী শাহিনের ছেলে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি এখানে আত্মগোপনে ছিলেন।’’

ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যা মামলার ৫৮তম আসামি, জানান পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা/শোভন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়