ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট

ডোমারে আওয়ামী লীগ নেতা নাহিদ গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
ডোমারে আওয়ামী লীগ নেতা নাহিদ গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নাহিদকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার ভোর রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রমনা থানা পুলিশ তাকে ডোমার থানায় হস্তান্তর করে।

মঞ্জুর আলম নাহিদ নীলফামারীর ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘বিএনপি নেতার গাড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।’’

ঢাকা/সিথুন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়