বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
বান্দরবান শহরের বনরুপাপাড়া থেকে রূম্পা দাশ (৩০) নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরুপাপাড়ার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রূম্পা দাশ (৩০) বান্দরবান সদর থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে বনরুপাপাড়া ২ নম্বর গলি পার্থ মিত্রদের ভাড়া বাসায় দুই সন্তান ও স্বামী সৌরভ কুমার ঢালীসহ বসবাস করে আসছিলেন রূম্পা। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ বলেন, ‘‘পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/চাই মং/রাজীব