‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

তিস্তার পানিবন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতুর কাছে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু, ভোর থেকেই ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে তিস্তার পাড়। দলে দলে মানুষ ছুটে আসছে নদীপাড়ের জনতার মঞ্চের দিকে।
আয়োজকরা জানান, ২০০৪ সাল থেকে ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করায় উত্তরাঞ্চল মরুকরণের মুখে পড়েছে। অপরদিকে, ২৪০ বছরের পুরনো তিস্তা শাসন না করায় নদীর পেট ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে ধূ-ধূ প্রান্তর আর বর্ষায় ভয়াবহ বন্যা ও ভাঙনে এক লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন তিস্তাপাড়ের মানুষ।।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘‘পানি বণ্টন চুক্তি ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে তিন লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি।’’
ঢাকা/আমিরুল/রাজীব