ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ৮ দিনে গ্রেপ্তার ৩৭৪ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে ৮ দিনে গ্রেপ্তার ৩৭৪ 

প্রতীকী ছবি

অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুরে নতুন করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে পাঁচজন এবং জেলা থেকে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে গত আটদিনে গাজীপুরে ৩৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটনের ৮টি থানায় অভিযান চালিয়ে গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। গত ৮ ফ্রেরুয়ারি থেকে গতকাল পর্যন্ত মোট ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে, গাজীপুর জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে গত ৮ দিনে ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে গতকাল গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন জানান, “গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় দুইজন, কাশিমপুর থানায় দুইজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত ডেভিল হান্ট অভিযানে মহানগর পুলিশ ২১৩ জনকে গ্রেপ্তার করেছে।” 

আরো পড়ুন:

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।” 

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে নাম না জানা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা  আওয়ামী লীগের কর্মী। ওদিন থেকেই গাজীপুরসহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়