ঢাকা     বুধবার   ০২ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৯ ১৪৩১

সিরাজগঞ্জে ৯ ইট ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
সিরাজগঞ্জে ৯ ইট ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা

এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে একটি ইট ভাটা

ছাড়পত্র না থাকা ও পরিবেশ দূষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জের ৯টি ইট ভাটাকে ৪০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইট ভাটার চিমনি এক্সকাভেটর (খনন যন্ত্র) দিয়ে ভেঙে দেওয়া হয় এবং একটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম এতথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল সোমবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

আরো পড়ুন:

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলার ৯টি ইটভাটাকে ৪০ লাখ টাকা জরিমানাম একটির চিমনি সম্পূর্ণ ভেঙে ফেলা ও আরেকটি বন্ধ করা হয়েছে। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুন।

পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু ইট ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই ইট পুড়াচ্ছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, র‌্যাব-১২ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে রায়গঞ্জ উপজেলার এইচ এস ব্রিকসকে পাঁচ লাখ, এইচ আলী ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স সুরমা ব্রিকসকে পাঁচ লাখ, এসএনবি ব্রিকসকে চার লাখ, সান ব্রিকসকে পাঁচ লাখ, হিরো ব্রিকসকে পাঁচ লাখ, সুপার ব্রিকসকে দুই লাখ ৫০ হাজার, রেজা ব্রিকস দুই লাখ ৫০ হাজার এবং সদর উপজেলার মেসার্স রাইন ব্রিকসকে ছয় লাখ টাকা জরিমানা ও আংশিক চিমনি ভেঙে ফেলা হয়। জেনিন ব্রিকসের চিমনি এক্সকাভেটর মেশিন দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে ও আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা/অদিত্য/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়