ঢাকা     সোমবার   ১৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১ ১৪৩২

দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু, গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু, গ্রেপ্তার ৪

ফাইল ফটো

বগুড়ার কাহালুতে দেবরের ছুরিকাঘাতে মোছা. রূপালী (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় অভিযুক্ত দেবর মোজাম্মেল হকসহ (৩২) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিহত রুপালীর ভাই একই উপজেলার মুরইলের বাসিন্দা সুমন বাদী হয়ে কাহালু থানায় হত্যা মামলা করেছেন।

এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত রুপালী একই গ্রামের মো. পলাশের স্ত্রী। আহতরা হলেন- পলাশ, মোজাম্মেল ও আফরোজা। তাদের মধ্যে পলাশ ও মোজাম্মেল হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রেপ্তার অন্যরা হলেন- মোজাম্মেল হকের স্ত্রী আফরোজা (২৫), বাবা রাশেদ আলী (৬০) ও মা মরিয়ম (৫৫)। 

এলাকাবাসীর বরাত দি‌য়ে কাহালু থানার ওসি আব্দুল হান্নান বলেন, “টিউবওয়েলের পানি নেওয়া এবং বিদ্যুৎবিল দেওয়াকে কেন্দ্র করে মো. পলাশ এবং তার সৎ ভাই মোজাম্মেল হকের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দুই ভাইয়ের পরিবারের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মোজাম্মেল তার হাতে থাকা ছুরি দিয়ে ভাবি রুপালীর পেটে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে কাহালু উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয় হয়। সেখানে রাত ১টার দিকে তিনি মারা যান।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় আজ চারজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোজাম্মেল পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া রুপালীর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/এনাম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়