টেকনাফে ২ লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র্যাব যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা জব্দ করেছে। এসময় মাদক পাচারের সঙ্গে জড়িত সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার কর হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক।
গ্রেপ্তার হওয়া রোহিঙ্গারা হলেন- মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে কোস্ট গার্ড ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে মিয়ানমার থেকে আসা একটি সন্দেহজনক ট্রলারকে থামার সংকেত দেওয়া হয়। সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অভিযানকারী দল ধাওয়া দিয়ে নৌযানটি আটক করে। ট্রলারে থাকা সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে দুই লাখ ইয়াবা জব্দ হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
ঢাকা/তারেকুর/মাসুদ