ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ৩০টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
খুলনায় ৩০টি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস

খুলনার রূপসায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি ধ্বংসে বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়

খুলনার রূপসায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার ৩০টি অবৈধ চুল্লি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

আরো পড়ুন:

রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালানো হয়। রূপসা উপজেলার ইলাইপুর, মবিনবাগ এবং চরশ্রীরামপুর এলাকার ৩০টি চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় কাঠ এবং কয়লা। জব্দকৃত কাঠ ও কয়লা স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি মহল উপজেলার বিভিন্ন এলাকায় মাটির চুল্লিতে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করে আসছিল। এতে চুল্লির ধোয়ায় স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। পাশাপাশি নষ্ট হয় ক্ষেতের ফসল। এমন খবর পেয়ে অবৈধ চুল্লিগুলো বন্ধ করতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ উপায়ে কয়লা তৈরির সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। 

রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, “কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লির বিষয়ে জানতে পেরে তা ধ্বংস করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জড়িত কাউকে পাওয়া না গেলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করা হয়।” 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়