৯ মামলার আসামির ২ কব্জি কেটে নিল দুর্বৃত্তরা
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল
পূর্ব শত্রুতার জের ধরে পাবনার সাঁথিয়ায় আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাঁথিয়া পৌরসভার টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
আহত আশরাফুল সাঁথিয়া কলেজপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি, মারামারিসহ নয়টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়েছিলেন আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ধরে নিয়ে টেলিফোন অফিসের পেছনে নিয়ে যায়। সেখানে কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে রেখে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”
তিনি জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেটে ফেলা কবজির সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার কারণ সম্পর্কে আহত আশরাফুলের বরাত দিয়ে ওসি সাইদুর রহমান বলেন, “বিগত উপজেলা নির্বাচনের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে মারধর করেছিলেন আশরাফুল। এসব বিষয়সহ আরো কিছু বিষয় নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের সাথে শত্রুতা তৈরি হয় আশরাফুলের।”
পুলিশকে আশরাফুল জানিয়েছে, এসব ঘটনার জের ধরে আজ দুপুরে সাবেক ভাইস চেয়ারম্যান স্বপনের নেতৃত্বে কয়েকজন লোক তার দুই হাতের কব্জি কেটে নিয়েছে।
ঢাকা/শাহীন/এস