মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী-শিশু সন্তান আহত
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ঢাকা-কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার মাছিমদিয়া এলাকার নিশিনাথতলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গৃহবধূ রোজিনা বেগম দোলা (৩০) নিহত হয়েছে। এ সময় দোলার কোলে থাকা শিশু সন্তান মাওয়া (২) ও মোটরসাইকেল চালক স্বামী খালিদ হোসেন (৪৫) আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে এ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোলা শহরের ঝাউতলা মহিলা অধিদফতরের কার্যালয়ে প্রশিক্ষণ নেন। পরে শিশু কন্যা মাওয়া ও স্ত্রীকে নিয়ে খালিদ হোসেন মোটরসাইকেল যোগে নড়াইল পৌরসভার বিজয়পুরে বাড়ি ফিরছিলেন। নড়াইল শহরের নিশিনাথতলা এলাকায় একটি ভ্যান পাশ কাটাতে গিয়ে বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পড়ে যায়। এ সময় দোলা মাথায় আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতলে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দোলাকে মৃত ঘোষণা করেন। খালিদ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/শরিফুল/বকুল