ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০১, ২২ ফেব্রুয়ারি ২০২৫
নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকায় বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়ককে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাস-ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাসের এক যাত্রী ও ট্রাকের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ইটাখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক-প্রাইভেটকার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’’

আরো পড়ুন:

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়