ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

মানিকগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের ১ জনের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫  
মানিকগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নে বজ্রপাতে জাহিদ হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের জমজ ভাই জাকির হোসেন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তিল্লী গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে তিল্লি গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন ও তার ভাই জাকির হোসেন তাদের পৈত্রিক জমিতে সরিষা তুলতে যান। এসময় হঠাৎ শুরু হওয়া ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই জাহিদ মৃত্যুবরণ করেন। পাশেই থাকা তার ভাই জাকিরের বাম পায়ে বজ্রপাতের আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত জাকিরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/চন্দন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়