ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ইমামের

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো ইমামের

জাহাঙ্গীর আলম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে আরেক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম খাদিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি একই গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গার ভালাইপুর- আসমানখালী সড়কের খাদিমপুর মোড়ে ইটভাটার জন্য পরিবহনকৃত মাটি পড়ে বৃষ্টিতে ভিজে তা পিচ্ছিল পথে রূপান্তরিত হয়। সে পথে পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। কাদায় পিচ্ছিল থাকা সড়কে এসে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগামী মোটরসাইকেল তার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান ওসি।

ঢাকা/মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়