ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

বিয়ের বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘর ভাঙচুর

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫  
বিয়ের বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘর ভাঙচুর

বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোয় ভাঙচুর করা হয় বাসর ঘর। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে

নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর করা হয়েছে। এসময় বাসর ঘর থেকে বাইরে এনে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে । 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলার বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহের বাড়িতে ঘটনাটি ঘটে।

শুক্রবার সকালে মিন্টু আলী শাহের ছেলে আরাফাত শাহের (২১) সঙ্গে পাশ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের বিয়ে হয়। 

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, বিয়ে উপলক্ষে গত দুইদিন ধরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে নাচানাচি করছিলেন আগত অতিথিরা। প্রথমদিন গ্রামের আব্দুল আওয়াল শাহ গিয়ে বরের বাবাকে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। এরপর বরের বাবা সাউন্ড কমিয়ে দেন। দ্বিতীয় দিন রাতে আবারো উচ্চ শব্দে গান বাজাতে শুরু করলে আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন বিয়ে বাড়িতে গিয়ে বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে বাসর ঘর ভাঙচুর করে। 

বরের বাবা মিন্টু আলী শাহ বলেন, ‍“হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসর ঘর থেকে টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর করে। এরপর তারা ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করে।”

অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ। তিনি বলেন, “কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছিল না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হবে।”

বাগাতিপাড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, “এমন একটি ঘটনার কথা শুনেছি । থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়