রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রাজশাহীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির বি. এড (অনার্স) কোর্সের শিক্ষার্থীরা। সকালে ফিতা কেটে আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক শওকত আলী খান।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি সবাইকে বসন্তের শুভেচ্ছা জানান। বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. বিশ্বজিৎ ব্যানার্জী ও স্টাফ কাউন্সিলের সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সারোয়ার জামান।
এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব মো. রহমতুল্লাহ। পরে সবাই পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন।
পিঠা উৎসবে বি.এড শিক্ষার্থীদের পাঁচটি ব্যাচ পাঁচটি স্টল দিয়েছিলেন। স্টলগুলোর নাম রাখা হয়- অরিঞ্জয়, নবারুণ, সংসপ্তক, সক্রিয় ও প্রোজ্জ্বল। স্টলগুলোতে হরেক পদের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। পরে বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা/কেয়া/বকুল