ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর টঙ্গী মাছিমপুর এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি ফরিদুল ইসলাম এতথ্য জানান।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সাড়ে ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে এক যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করতে থাকেন তারা। এতে যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ওসি ফরিদুল ইসলাম বলেন, ‍‍“রাতেই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়