ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে ২ তীর্থযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫  
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে ২ তীর্থযাত্রীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ ধাম (ফাইল ফটো)

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে তীর্থ যাত্রার সময় পাহাড়ে উঠতে গিয়ে হিট স্ট্রোকে দুই পূণ্যার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শিবচতুর্দশীতে তীর্থ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান।

ওসি মো. মজিবর রহমান জানান, চন্দ্রনাথধামে তীর্থ যাত্রায় বহু পূণ্যার্থী পাহাড়ের চূড়ায় মন্দিরে আরোহণ করছিলেন। দুপুরে তীব্র রোদের মধ্যে পাহাড়ে ওঠার সময় দুই পূণ্যার্থী হিট স্ট্রোকে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা/রেজাউল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়