ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

পটুয়াখালীতে ইয়াবা ও ১৬ মাদক পারচারকারী আটক

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫  
পটুয়াখালীতে ইয়াবা ও ১৬ মাদক পারচারকারী আটক

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও লেম্বুর বনে যৌথ অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবা ও ১৬ মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয়। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে একটি মাছধরা ট্রলার থেকে এক বস্তাভর্তি এক লাখ পিস এবং লেম্বর বন থেকে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তাভর্তি আরো তিন লাখ পিস ইয়াবা জব্দ করে কোস্ট গার্ড ও র‌্যাব। ট্রলার থেকে ১৬ মাদক পাচারকারীকেও আটক করা হয়।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯)। তারা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা। 

লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় বলেন, ‍“ইয়াবাগুলো কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত ইয়াবা, মাদক পাচারকারী এবং ট্রলার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়