বেইলি সেতুর পাটাতন ভেঙে সুনামগঞ্জ-দিরাই সড়কে যান চলাচল বন্ধ
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকে যায়
সুনামগঞ্জে সদর উপজেলার একটি বেইলি সেতুর পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকা পড়েছে। এ কারণে সুনামগঞ্জ-দিরাই-সিলেট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কাঠরই ইউনিয়নের মদনপুর এলাকায় বেইলি সেতুর পাটাতন ভেঙে যায়।
এলাকাবাসী জানান, আজ সকালে একটি মাল বোঝাই ট্রাক সুনামগঞ্জ সদর থেকে দিরাই উপজেলার দিকে যাচ্ছিল। ট্রাকটি মদনপুরের বেইলি সেতুতে উঠলে সেতুটির পাটাতন ভেঙে যায়। বর্তমানে ট্রাকটি বেইলি সেতুর ওপর আটকে আছে। এ কারণে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও যানবাহনের চালকরা।
দিরাই উপজেলাগামী একটি পরিবহনের যাত্রী সুলেমান মিয়া বলেন, “এক অসুস্থ আত্মীয়কে দেখতে গতকাল সুনামগঞ্জে যাই। আজ বাড়ি ফিরছিলাম। দিরাই রাস্তায় এসে মহাবিপদে পড়লাম।”
মনিরুজ্জামান তালুকদার নামে এক পিকআপ ভ্যানের চালক বলেন, “ভোরে সবজি নিয়ে দিরাই রওনা হয়। সেতু ভেঙে যাওয়ায় আটকে পড়েছি। রোদের কারণে গাড়িতে থাকা সবজি নষ্ট হয়ে যাবে। সেতু দ্রুত মেরামত করা না হলে আমাদের অনেক লোকসান হবে।”
সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “সেতুটির দুইটি পাটাতন ঠিক করা হয়েছে। ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। ট্রাকটি সরানো হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে অন্য পাঠাতন মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। আজকের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা হবে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ