ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

মৌলভীবাজারে লোকালয়ে হরিণ আটক

মৌলভীবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২ মার্চ ২০২৫   আপডেট: ১০:৩৬, ২ মার্চ ২০২৫
মৌলভীবাজারে লোকালয়ে হরিণ আটক

কমলগঞ্জের লোকালয়ে আসা চিত্রা হরিণ

মৌলভীবাজারের কমলগঞ্জের লোকালয়ে আসা চিত্রা হরিণ ধরা পড়েছে স্থানীয়দের হাতে। পরে হরিণটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন তারা।

স্থানীয়রা জানান, বন থেকে দলছুট একটি চিত্রা হরিণ কমলগঞ্জের সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের গন্ডামারা এলাকার রাজা মিয়ার বাড়িতে আটক করে রাখা হয়।

এলাকার আলমগীর হোসেন জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে কয়েকদিন আগে আগুন লাগে। হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে। পরে হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে এলাকাবাসী।

আরো পড়ুন:

শনিবার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, “উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকলে রাতে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণটি পাশের বন বিট এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল।”

ঢাকা/আজিজ/টিপু

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়