ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে চলন্ত বাসে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার লুট

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২ মার্চ ২০২৫   আপডেট: ২১:১৯, ২ মার্চ ২০২৫
সাভারে চলন্ত বাসে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার লুট

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে রাজধানী পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেন ডাকাত দল।

রবিবার (২ মার্চ) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি থেকে ব্যাংক টাউন এলাকায় চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।

বাসের যাত্রী নাজমুল হাসান অভি বলেন, “আজকে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার চক্রবর্তী থেকে রাজধানী বাসে করে মিরপুরের উদ্দেশ্যে রওনা হই। পরে বাসটি বেলা ২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা দুইজন ব্যক্তি বাস থেকে নামার জন্য গেটে যায়। কিন্তু ওই দুই জন বাস থেকে না নেমে আরো কয়েক জনকে বাসে তোলে। পরে তারা ধারাল দেশীয় অস্ত্র বের করে বাসে থাকা ২০/২৫ জন যাত্রীকে জিম্মি করে। এসময় ডাকাত চক্রের ৬/৭ জন বাসে থাকা যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র নিয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় বাস থামিয়ে নেমে যায়। পরে আমি টেকনিক্যাল নেমে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করি।”

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, “চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নিয়েছে কয়েক জন। যেই বাসে ঘটনাটি ঘটেছে সেই বাস যাত্রী নিয়ে ঢাকা চলে গেছে। বাসটি এলে চালকের বক্তব্যে বুঝা যাবে এটা ছিনতাই না ডাকাতি। এতে সাভার মডেল থানা, ডিবি ও হাইওয়ে পুলিশ এক সাথে তদন্তে নেমেছে।”

সর্বশেষ

পাঠকপ্রিয়