ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

দেড় ঘণ্টা পর জামালপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১১:৩৮, ৩ মার্চ ২০২৫
দেড় ঘণ্টা পর জামালপুরে ট্রেন চলাচল স্বাভাবিক

জামালপুরের নান্দিনাতে বিকল হওয়া ট্রেনটি বিকল্প ইঞ্জিনের মাধ্যমে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এরপর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

সোমবার (৩ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যায়। এর আগে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

নান্দিনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. নাদির হোসেন বলেন, “দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নান্দিনা স্টেশনে পৌঁছায়। এসময় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।”

আরো পড়ুন:

ঢাকা/শোভন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়