ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঝোপ থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ৭ মার্চ ২০২৫   আপডেট: ১৮:২৬, ৭ মার্চ ২০২৫
ঝোপ থেকে নবজাতক উদ্ধার

স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে। 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কান্নার আওয়াজ পেয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত নবজাতক মেয়ে শিশু (১ দিন) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরাইল থানাধীন কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীত রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতক শিশু উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, ঢাকা-সিলেট মহাসড়ককের সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠের বিপরীতে রাস্তার পাশের ঝোপে নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করে। 

নবজাতক শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্যমতে নবজাতক শিশুর পরিচয় শনাক্ত হয়নি বলে জানান তিনি।

হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. মো. আকতার হোসাইন বলেন, “অজ্ঞাত নবজাতক শিশুটিকে শিশু বিভাগে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ঢাকা/রুবেল/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়