রংপুরে ১০ নারী পেলেন সেলাই মেশিন
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

১০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়
‘সকল নারী ও কন্যাদের জন্য, অধিকার, সমতা, ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা নারীদের অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, সমাজে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয় এবং নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
ঢাকা/আমিরুল/টিপু