মাগুরার সেই ঘটনায় ৪ জনের নামে মামলা
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
মাগুরায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর ৩টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।
মামলায় আসামি করা হয়েছে- ভুক্তভোগীর বড় বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আসামিরা পুলিশ হেফাজতে ছিলেন। এখন ধর্ষণ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।’’
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ভুক্তভোগী।
আরো পড়ুন: মাগুরায় ‘শিশু ধর্ষণের’ ঘটনায় ৩ দিনেও মামলা হয়নি
ঢাকা/শাহীন/রাজীব