ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

কলাপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৮ মার্চ ২০২৫  
কলাপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী কলাপাড়ায় বরই দেওয়ার লোভ দেখিয়ে হাফেজী পড়ুয়া এক কন্যা শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে এনছান মৃধা ওরফে গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশি এনছান মৃধার নাতনীর সঙ্গে ওই কন্যা শিশু প্রায়ই তাদের বাড়িতে যাওয়া আসা করত। গত বুধবার (৫ মার্চ) বেলা এগারোটার দিকে ওই শিশু বরই খেতে এনছান মৃধার বাড়িতে যায়। এসময় এনছান মৃধা তাকে বেশি বড়ই দেওয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে যায়। পরে তাকে জড়িয়ে ধরে স্পর্শ কাতর স্থানে একাধিকার হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ওই কন্যা শিশু জোরাজুরি করে কোনমতে তার কাছ থেকে বাড়িতে চলে যায়। 

পরে তার মাকে সব খুলে বলে। কিন্তু বিষয়টি তার মা তেমন গুরুত্ব দেয়নি। ওই শিশুর আগে থেকেই এলার্জির সমস্যা ছিলো। গতকাল শুক্রবার রাতে ওই শিশুর মা শরীরে এলার্জির মলম লাগাতে গিয়ে দেখেন বাম পাশের বুক ফুলে রয়েছে। বিষয়টি আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে সকালে থানায় মামলা দায়ের করেন।

ওই শিশুর মা বলেন, “আমার কন্যা শিশুর সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটবে আমি জীবনে চিন্তাও করিনি। আমি ওই বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, “আসামীকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।”

ঢাকা/ইমরান/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়