চাঁদাবাজির চেষ্টা, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদকে অব্যাহতি
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাহিদ হাসান খন্দকার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটি থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) রাতে সংগঠনটির মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নাহিদ হাসান খন্দকার মহানগর কমিটির মুখপাত্র ছিলেন।
মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এর মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যাহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
মহানগর কমিটির মূখ্য সংগঠক আলী মিলন জানান, কমিটির মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যহতি দেওয়া হয়েছে। তার ব্যাপারে কেন্দ্রীয় কমিটি সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে।
নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে সম্প্রতি একটি বালু মহালে গিয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ উঠে। চাঁদাবাজির ঘটনার ভিডিও এবং অডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এরপর তাকে প্রথমে শোকজ ও পরবর্তীতে অব্যাহতি দেওয়া হয়।
ঢাকা/আমিরুল/টিপু