ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

ঝালকাঠিতে পুকুর সেচ দিতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৯ মার্চ ২০২৫  
ঝালকাঠিতে পুকুর সেচ দিতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টের পৃথক ঘটনায় রুবেল হাওলাদার (৩২) ও নাইম ইসলাম (২৭) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাব গ্রামে ও কাঁঠালিয়ার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে ঘটনা দুটি ঘটে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম এবং কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা দুই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মারা যাওয়া রুবেল হাওলাদার প্রতাব এলাকার মোকাব্বের হাওলাদারের ছেলে ও নাইম ইসলাম কাঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই যুবকই নিজ নিজ এলাকায় মোটর দিয়ে পুকুর থেকে পানি সেচের কাজ করছিলেন। তারা অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন। এলাকাবাসী তাদের হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দুই যুবককেই মৃত ঘোষণা করেন। 

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়