সাভারে নারী কনস্টেবলকে মারধর করলেন বিএনপি নেতার গাড়িচালক
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
ঢাকার সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারী কনস্টেবলকে স্থানীয় বিএনপি নেতার গাড়ি চালক রড দিয়ে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।
নির্যাতনের শিকার নারী কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি সাভার থানা কোয়ার্টারে থাকেন।
ইতি খানম বলেন, “আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানায় যাওয়ার জন্য আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশায় থানা বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ির চালক উত্তেজিত হয়ে বকাবকি করতে থাকেন। আমি তার আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দেই। পরিচয় দেওয়ার পরপরই ওই চালক রড হাতে গাড়ি থেকে নেমে আমাকে মারতে থাকেন। রডের আঘাতে আমার দুই পা জখম হয়। পরে আমার চিৎকারে লোকজন এগিয়ে এলে ওই চালক গাড়ি নিয়ে দ্রুত সটকে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার থানায় লিখিত অভিযোগ করি।”
ইতি বলেন, “শুনেছি, গাড়ির চালকের নাম সোহেল বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালান।”
সাভার পৌর বিএনপির সাংগঠিক সম্পাদক আহসান উল্লাহ বলেন, “ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর ড্রাইভারকে ডেকে শাসিয়েছি। থানা থেকে আমাকে ফোন দিয়েছিল। থানায় গিয়ে দেখি কি বলে।”
সাভার মডেল থানার ওসি জুয়েল রানা বলেন, “নারী কনস্টেবলকে মারধরের ঘটনায় বিএনপি নেতার গাড়ি চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।”
জানতে চাইলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ