ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া কারাগারে আরো এক আ.লীগ নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১২ মার্চ ২০২৫   আপডেট: ১০:০৬, ১২ মার্চ ২০২৫
বগুড়া কারাগারে আরো এক আ.লীগ নেতার মৃত্যু

বগুড়া কারাগারে এমদাদুল হক ভট্টু (৫১) নামে এক আওয়ামী লীগ নেতা মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ভোরের দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।

আরো পড়ুন:

আরো পড়ুন: বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মারা যাওয়া এমদাদুল হক ভট্টু জেলার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, ‍“বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর গত ২৬ ফেব্রুয়ারি তাকে (এমদাদুল হক ভুট্ট) কারাগারে পাঠানো হয়। উচ্চ রক্তচাপ সংক্রান্ত জটিলতার কারণে সেদিনই তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সেহেরি শেষে ভোরে হঠাৎ অসুস্থ অনুভব করেন তিনি। পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।” 

আরো পড়ুন: বগুড়ায় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

এর আগে বগুড়া কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা গেছেন। তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়