ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্যানযাত্রীদের গাছে বেঁধে ছিনতাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১২ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৩০, ১২ মার্চ ২০২৫
ভ্যানযাত্রীদের গাছে বেঁধে ছিনতাই

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত একটি ভ্যানের যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ঘটনাটি ঘটে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত ভ্যানের ৬-৭ জন যাত্রী বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। নজরপুর বাজারের কাছে পৌঁছালে ধারালো অস্ত্র নিয়ে ভ্যানটির গতিরোধ করে ৯-১০ জন। তারা ভ্যানটির যাত্রীদের রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে চিৎকার শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে এলাকাবাসী। 

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, ‍“খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।” 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, “কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ছিনতাই করেছে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়