ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

দিনে পানাহার করায় কানে ধরে উঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ১২ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৫৭, ১২ মার্চ ২০২৫
দিনে পানাহার করায় কানে ধরে উঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

পবিত্র মাহে রমজানে দিনের বেলা খাবার হোটেলে গিয়ে পানাহার করায় চার ব্যক্তিকে কানে ধরে উঠবস করানো হয়েছে। সেই সঙ্গে দিনের বেলায় মুসলিম কেউ দোকানে আহার করলে দোকানটি পুরো রমজান মাস বন্ধ করে দেওয়া হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে লক্ষ্মীপুর শহরের চকবাজার এলাকায় বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে দোকানগুলোতে অভিযান চালানো হয়। 

এতে কয়েকটি হিন্দু দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখা যায়। শাস্তি হিসেবে কানে ধরে উঠবস করানো হয় গ্রাহকদের।

বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, “অনেক হিন্দু দোকানে পর্দা দিয়ে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করে। পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে হিন্দু দোকানগুলোতে যেনো মুসলমান কেউ না আহার করতে পারে আমরা সতর্কতার জন্য এ অভিযান পরিচালনা করেছি। তবে হিন্দুদের জন্য কোনো বাধা নেই।”

ঢাকা/জাহাঙ্গীর/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়