ঢাকা     শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে ইফতার: পদপিষ্ট হয়ে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ১৪ মার্চ ২০২৫   আপডেট: ২১:৩৯, ১৪ মার্চ ২০২৫
রোহিঙ্গা ক্যাম্পে ইফতার: পদপিষ্ট হয়ে নিহত ১

দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপস্থিতিতে লাখো রোহিঙ্গার সাথে আয়োজিত ইফতারের স্থানে প্রবেশ করতে গিয়ে পদপিষ্ট হয়ে এক রোহিঙ্গা বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হ্যালিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেয়ামত উল্লাহ (৫০), ৪ নম্বর ক্যাম্পের মৃত সবি মিয়ার ছেলে। আহতরা হলেন- আসমত উল্লাহ (১৬) এবং কলিম উল্লাহ (৬২)।

আরো পড়ুন:

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, “ইফতার পার্টিতে যোগ দেওয়ার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে পড়ে তারা পদপিষ্ট হন। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নেয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত আসমত উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/তারেকুর/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়