ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

এক ট্রাকের চাকায় পিষ্ট হলো আরেক ট্রাকের হেলপার 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ০৯:৫৫, ১৫ মার্চ ২০২৫
এক ট্রাকের চাকায় পিষ্ট হলো আরেক ট্রাকের হেলপার 

ঘটনাস্থলে রাখা নিহত ট্রাক হেলপারের মরদেহ

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালুর ঘাটে এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর নামে আরেক ট্রাকের হেলপার নিহত হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া বেগুনটাল এলাকার আলী মিয়ার ছেলে । তারা দীর্ঘদিন যাবত সদরের তারুটিয়া এলাকায় বসবাস করছে।  

ঘটনাস্থলে থাকা আল মামুনসহ স্থানীয়রা জানান, রাত ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এসময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপার ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান তারা।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, বালুর ঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

ঢাকা/কাওছার/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়