নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রাজিয়া বেগম (৪৫)। তিনি ওই এলাকার খাইরুল ইসলামের স্ত্রী। অভিযুক্তের নাম রাজীব। তিনি নেশাগ্রস্থ ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরানুল কবির বলেন, ‘‘গত রাতে নেশা করার জন্য মা রাজিয়া বেগমের কাছে টাকা চান রাজীব। এ সময় রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজীব তাকে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অভিযুক্তের স্ত্রী শোভা বাধা দিতে আসলে তাকেও কোপানো হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে রাজীব পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় শোভাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।’’
ঢাকা/কাওছার/রাজীব