ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ইভটিজারের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১২:৫৬, ১৫ মার্চ ২০২৫
ইভটিজারের মাথা ন্যাড়া করে দিল বিক্ষুব্ধ জনতা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ইভটিজিংয়ের অভিযোগে রেজাউল গাজী (৪০) নামে এক অটোরিকশাচালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

রেজাউল গাজীর বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামে। 

স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল গাজী প্রায় দুই বছর ধরে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সড়ক দিয়ে যাতায়াতের সময় শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারীদের উত্যক্ত করার পাশাপাশি অশালীন অঙ্গভঙ্গি করতেন। শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করার পর মাথা ন্যাড়া করে দেয়। এ সময় স্থানীয় কয়েকজনের অনুরোধে তাকে পুলিশে সোপর্দ না করে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা কল্পনা বেগম বলেছেন, “রেজাউল গাজী প্রায় দুই বছর যাবত স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীসহ বিভিন্ন নারীদের উত্যক্ত এবং অশালীন অঙ্গভঙ্গি করছিল। আজ দুপুরে আমার এক বোনের মেয়ের সামনে অশালীন ভঙ্গি করেছে। এর আগেও একই রকম অঙ্গভঙ্গির কারণে এলাকার নারীরা প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি দেয় রেজাউল। এলাকার সবাই শুক্রবার রাতে তাকে ধরে ন্যাড়া করে দিয়েছে।” 

একই এলাকার আরেক বাসিন্দা রুমা বেগম বলেন, “আমার সঙ্গে কয়েকদিন আগে ওই যুবক অশালীন অঙ্গভঙ্গি করেছে। আমি প্রতিবাদ করলে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।”

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/ইমরান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়