সুনামগঞ্জে ৯ বছরের শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, অভিযুক্তের বাড়ি ভাঙচুর
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত সাবুল মিয়ার বাড়িতে শুক্রবার মধ্যরাতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদরাসা পড়ুয়া ৯ বছর বয়সী এক ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা’ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম সাবুল মিয়া (৩৫)। তিনি একই ইউনিয়নের ছমরু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের একটি মাদরাসায় শুক্রবার সকালে কোরআন শিক্ষার জন্য যায় শিশুটি। শিশুটিকে মাদরাসার দ্বিতীয় তলায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সাবুল মিয়া। ঘটনাটি গ্রামে জানাজানি হলে, এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। মধ্যরাতে কয়েকশ বিক্ষুব্ধ জনতা সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবুল মিয়াকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন বলেন, “মেয়েটিকে ধর্ষণের জন্য চেষ্টা করেছিল। মেয়েটি চিৎকার দিয়ে পালিয়েছে। প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।”
ঢাকা/মনোয়ার/মাসুদ