ঢাকা     রোববার   ১৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ৩ ১৪৩১

নড়াইলে দু’ গ্রুপে সংঘর্ষে যুবক নিহত 

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৫ মার্চ ২০২৫  
নড়াইলে দু’ গ্রুপে সংঘর্ষে যুবক নিহত 

নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষ হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যার সঙ্গে জনি মোল্যার গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রাম দা, ইটপাটকেল নিয়ে জনি মোল্যার গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে দুই পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল, সিলিমপুর গ্রামের কাদের মোল্যা, জনি মোল্যা, হাসিম মোল্যা, তোতা মোল্যা, বনি মোল্যা, আনিস মোল্যাসহ আটজন আহত হয়েছে। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহত সাসিম মোল্যাকে (৩৬) প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাসিম মোল্যা সিলিমপুর গ্রামের আবেদ মোল্যার ছেলে।

আরো পড়ুন:

এ সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলি, একটি শ্যুটারগান উদ্ধার করেছে। সিলিমপুর গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা (৪২) ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ (৫৫) আটক করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সিলিমপুর গ্রামে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। তবে অস্ত্র উদ্ধার ও নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়