ঢাকা     শুক্রবার   ২১ মার্চ ২০২৫ ||  চৈত্র ৮ ১৪৩১

খুলনায় হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৬ মার্চ ২০২৫  
খুলনায় হত্যা মামলার আসামি দুর্বৃত্তের গুলিতে নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে শেখ শাহিদুল হক শাহিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে খুলনা নগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, ‘‘শাহীন আত্মগোপনে ছিলেন। গত রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। তার মাথায় দুটি গুলির চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’’

আরো পড়ুন:

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়