ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

কুষ্টিয়ায় শিশু নিপীড়নের চেষ্টাকালে যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১২:০৮, ১৬ মার্চ ২০২৫
কুষ্টিয়ায় শিশু নিপীড়নের চেষ্টাকালে যুবক আটক

আটক জসিম উদ্দিন

কুষ্টিয়ার মিরপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

শনিবার (১৬ মার্চ) বিকেলে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর ক্যানেলপাড়া এলাকায় একটি তামাক ক্ষেতে ধর্ষণ চেষ্টাকালে জসিম উদ্দিনকে আটক করা হয়৷

অভিযুক্ত জসিম উদ্দিন সদরপুর ক্যানেলপাড়া এলাকার ছারা উদ্দিন এর ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শনিবার বিকেল ৫ টার দিকে ৪ বছরের এক শিশুকে তামাক ক্ষেতে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় লোকজন জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মিরপুর থানা পুলিশ জসিমকে আটক করে হেফাজতে নিয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ঢাকা/কাঞ্চন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়