ঢাকা     রোববার   ৩০ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৭ ১৪৩১

বগুড়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১২:৫৬, ১৬ মার্চ ২০২৫
বগুড়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধীর মৃত্যু

ফাইল ফটো

বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিদগ্ধ হয়ে প্রতিবন্ধী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমঝুপি সখিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফতাব উদ্দিন (৫০) উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে। তি‌নি পেশায় মুদি দোকা‌নি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে ছিলেন আফতাব। হঠাৎ দোকানে আগুন লাগে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ময়নুল ইসলাম বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে এক মু‌দি দোকা‌নির মৃত্যু ও দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’’

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়