ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

ঘুমন্ত বিএনপি কর্মীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১৫:৩৭, ১৬ মার্চ ২০২৫
ঘুমন্ত বিএনপি কর্মীর ঘরে বাইরে থেকে তালা দিয়ে আগুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলারসোনামুখী বাজার এলাকায় বিএনপি কর্মী নয়ন সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করায় পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। শনিবার রাত দেড়টা দিকে আগুন দেওয়া হয়। ছবি: রাইজিংবিডি ডটকম

সিরাজগঞ্জের কাজীপুরে নয়ন সরকার নামে এক বিএনপি কর্মীর বাড়িতে গভীর রাতে তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন বাইরে থেকে তালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। নয়ন সরকার ও তার পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সহায়তা প্রাণে বেঁচে গেলেও পুড়ে ভস্মীভূত হয়েছে ঘরের সব জিনিসপত্র।

শনিবার (১৫ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার সোনামুখী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

সোনামুখী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন নয়ন সরকার। তার বাবার বাচ্চু সরকার।

আরো পড়ুন:

নয়ন সরকার বলেছেন, “পরিবার ও পরিজন নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে মাদক ব্যবসায়ী শিবলু রেজা বাবু আমার পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়।”

“ঘরের দরজার বাইরে থেকে তালা দেওয়ায় আমরা বের হতে পারছিলাম না। পরে আগুনের উত্তাপে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের রক্ষা করে। তবে বাড়ির সব কিছুই পুড়ে ছাঁই হয়ে গেছে,” বলেন তিনি।

নয়ন সরকারের দাবি, আগুনে তার প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলারসোনামুখী বাজার এলাকায় বিএনপি কর্মী নয়ন সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করায় পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। শনিবার রাত দেড়টা দিকে আগুন দেওয়া হয়। ছবি: রাইজিংবিডি ডটকম। 


প্রতিবেশী আরিফ সরকার বলেন, “শিবলু রেজা বাবু একজন মাদক ব্যবসায়ী। তার কাজে বিভিন্ন সময় বাধা দেওয়ায় শত্রুতা করে তিনি নয়ন সরকারের বাড়িতে আগুন দিয়েছেন বলে আমাদের ধারণা। এই ঘটনায় তার সঠিক বিচার চাই।”

কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ওই বাড়ির দুটি ঘরসহ সব কিছুই পুড়ে গেছে।

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলারসোনামুখী বাজার এলাকায় বিএনপি কর্মী নয়ন সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করায় পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। শনিবার রাত দেড়টা দিকে আগুন দেওয়া হয়। ছবি: রাইজিংবিডি ডটকম। 


কাজীপুর থানার ওসি নূরে আলম বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দেবে বলে জানিয়েছে। অভিযোগটি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত শিবলু রেজার বক্তব্য নিতে পারেনি রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আদিত্য/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়