পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে ঘটনাটি ঘটে। ধোবাউড়া থানার এসআই মো. মিলন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- রাণীগাঁও গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও মো. নিজুম (৩)।
এসআই মো. মিলন মিয়া বলেন, “আজ বিকেলে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরে গোসল করছিল। এ সময় ভাইকে নিয়ে সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর শিশুদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এসময় তিনি পুকুরের পানিতে সন্তানদের মরদেহ ভাসমান অবস্থায়য় দেখতে পান।”
তিনি আরো বলেন, “এমদাদুল হকের আর কোনো সন্তান নেই। এমন ঘটনায় শোকে পরিবার স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।”
ঢাকা/মিলন/মাসুদ