মুন্সীগঞ্জে অবৈধ চুনা কারখানায় অভিযান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলার দুইটি চুনা কারখানায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা দুইটি গুঁড়িয়ে দেয় তারা। এই কারখানাগুলোতে প্রতি মাসে প্রায় ৬৮ লাখ টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রবিবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।
অভিযান শেষে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ বলেন, “গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত হয় এমন কিছু ঢালাই লোহা এবং চুনা কারখানা রয়েছে। এসব কারখানার ব্যাপারে খবর পাওয়ার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। আজকে আনারপুরা গ্রামে অভিযান চালিয়ে দুইটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হলো।”
তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকে আমরা ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় অভিযান চালিয়ে দুইটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি। পাশাপাশি কারাখানা দুইটির সব স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি। কারখানার দুটিতে প্রতিমাসে ৬৮ লাখ টাকার গ্যাস ব্যবহার করা হতো।”
অভিযানের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী প্রকৌশলী শাহ আলম রনি, উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা দেয় গজারিয়া থানা পুলিশ।
ঢাকা/রতন/মাসুদ