ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

ওভারটেক করতে গিয়ে ট্রাকের চিপায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ১০:৩৩, ১৭ মার্চ ২০২৫
ওভারটেক করতে গিয়ে ট্রাকের চিপায় পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি : সংগৃহীত

নীলফামারী সদর উপজেলায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চিপায় পড়ে নাহিদ ইসলাম (২৩) নামে একজন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। 

রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর রোডে পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হরিবল্লভ প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম নীলফামারী সদরের সোনারায় ধনিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি গাড়িকে ওভারটেক করার সময় অজ্ঞাত একটি ট্রাকের চিপায় পড়ে এই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাতে নীলফামারী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ঢাকা/সিথুন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়