ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ১৫:১২, ১৭ মার্চ ২০২৫
বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)। আহত অপরজনের নাম সাগর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলযোগে তিন বন্ধু জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে যান। সেখান থেকে ফেরার পথে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুই জন ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন মোটরসাইকেল চালক সাগর। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরো পড়ুন:

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।’’

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়