ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

চট্টগ্রামে শিশু অপহরণ মামলায় দম্পতির যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ২০:০৩, ১৭ মার্চ ২০২৫
চট্টগ্রামে শিশু অপহরণ মামলায় দম্পতির যাবজ্জীবন 

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে ৪ বছরের এক শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডিত আসামিরা হলেন মো. সাখাওয়াত হোসেন ও তার স্ত্রী মোসাম্মৎ কমলা বেগম। এর মধ্যে সাখাওয়াত হোসেনকে দুটি পৃথক ধারায় দুইবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে সাখাওয়াতের মা-ভাইসহ ৩ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন।

আদালত সূত্র জানায়, আসামি সাখাওয়াত হোসেন নগরের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় মো. সোহেলের ঘরে সাবলেট হিসেবে ভাড়া থাকতো। ঠিকমতো ভাড়া পরিশোধ করতে না পারায় সোহেল তাকে ঘর ছেড়ে দিতে বলে। ২০১৮ সালের ১৩ জুন সন্ধ্যায় সাখাওয়াত সোহেলের বাসায় গিয়ে চিপস কিনে দেওয়ার কথা বলে তার ৪ বছর বয়সী কন্যা সায়মা আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। এরপর মোবাইলে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরদিন দুপুরে সোহেল বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর পুলিশ সায়মা আক্তারকে উদ্ধার করে এবং আসামিদের গ্রেপ্তার করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পতেঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ এ ঘটনায় ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০২০ সালের ২২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়। মামলায় মোট ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামিরা বর্তমানে কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম/রেজাউল/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়