গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান এবং সাবেক ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ মার্চ) রাতে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোড়াশী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মিটু মোল্লার সঙ্গে একই ইউনিয়নের সাবেক সদস্য আলিম মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে সোমবার রাতে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ওসি আরো জানান, কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদল/মাসুদ