মতলব দক্ষিণে আলুর বাম্পার ফলন, দাম নিয়ে শঙ্কা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। তবে, আলুর কাঙ্ক্ষি দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অধিকাংশ কৃষক। এদিকে, আলু সংরক্ষণের জন্য হিমাগারে জায়গা নেই বলে বেপারীদের জানিয়েছে হিমাগার কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ মার্চ) মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এসব তথ্য জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর মতলব দক্ষিণ উপজেলার ১৯টি ব্লকে ২ হাজার ১৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হলেও আবহাওয়া অনুকূলে থাকায় চাষ হয়েছে ২ হাজার ৪৭৫ হেক্টর জমিতে। আলু উৎপাদন হয়েছে প্রায় ৬৮ হাজার মেট্রিক টন।
উপজেলার আশ্বিনপুর, খরগপুর, পাঠন, পিতামবর্দ্দি, আধারা, খিদিরপুর, কাজিয়ারা, নায়েরগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি থেকে আলু তুলে বাড়িতে নিচ্ছেন। তার পর সেগুলো ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ভ্যান ও অটোরিকশায় করে নেওয়া হচ্ছে হিমাগারে।
কৃষকরা জানিয়েছেন, তারা কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন। এ উপজেলার তিনটি হিমাগারের মধ্যে বর্তমানে দুটি চালু আছে। ফলে, আলু সংরক্ষণে পর্যাপ্ত জায়গা নেই। তাই, বিপাকে পড়ছেন কৃষকরা।
মার্শাল কোল্ড স্টোরেজের ম্যানেজার জিয়াউর রহমান এ প্রতিবেদককে বলেছেন, “আমাদের এই হিমাগারের ধারণক্ষমতা ১০ হাজার মেট্রিক টন এবং নায়েরগাঁয়ের হিমাগারের ধারণক্ষমতা আমাদের মতোই। ইতোমধ্যে হিমাগার দুটি আলুতে ভরপুর হয়েছে। আর আলু রাখার জায়গা নেই।”
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকা-মাকড়ের আক্রমণ না হওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে।
ঢাকা/জয়/রফিক